সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে তা মোকাবেলা করার জন্য সিরিয়ার কয়েকটি সেনা ইউনিট উত্তরাঞ্চলে রওয়ানা দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা গতকাল (রোববার) সন্ধ্যায় জানিয়েছে, সিরিয়ার সেনারা এবং আরব সহযোগীরা তুর্কি আগ্রাসন মোকাবেলার জন্য উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।
সিরিয়ার সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ’র নেতারা কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে আলোচনা করার পর সিরিয়ার সেনাদের উত্তর এলাকায় এগিয়ে যাওয়ার খবর এলো।
গতকালই কুর্দি ডেমোক্রেটিক পার্টি বা কেডিপিপি'র নেতা আহমেদ সুলায়মান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সিরিয়া সরকার এবং তাদের মধ্যে আলোচনা চলছে। তুর্কি অভিযান রুখে দেয়ার জন্য দু'পক্ষের মধ্যে একটি চুক্তি হবে বলে তিনি আশা করেন। তবে বিষয়টি নিয়ে রয়টার্স সিরিয়া সরকারের কোন মন্তব্য নিতে পারে নি।
গত বুধবার থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের উচ্ছেদ করতে সামরিক অভিযান শুরু করেছে। সিরিয়া সরকার এ অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত