লেবাননে জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা, দুর্নীতি, মার্কিন ডলারের সংকটসহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি বিক্ষোভের মুখে সোমবার কিছু সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বুধবারও মহাসড়কে বিক্ষোভ করে।
লেবাননের জনগণের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। দেশটির অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে, বিক্ষোভকারীরা সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এত বিশাল প্রতিবাদ-বিক্ষোভ আর হয়নি বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিডি প্রতিদিন/এ মজুমদার