ইরানের হামলাতেই তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমান পিএস৭৫২। এমন কথা স্বীকার করে নিয়েছে ইরানের সেনাবাহিনী।
তবে এটিকে 'হিউম্যান এরর' বলে চিহ্নিত করেছে তারা। ভুল করে বিমানটিকে হামলা চালিয়ে নামানো হয় বলে শনিবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
এর আগে, ইরানের বিমানবন্দর থেকে বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি। পরে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়।
সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ