ভারি বর্ষণ ও বন্যায় অচলাবস্থা দুবাই বিমানবন্দর। এ কারণে সব ফ্লাইট স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইট বন্ধ রাখায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
শনিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।
বন্যার পানিতে রানওয়ে ডুবে যাওয়ায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে বহির্গামী সব ফ্লাইটের সময় পেছানো ও স্থগিত করা হয়েছে। তবে দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই দুবাইয়ে টানা বৃষ্টি হচ্ছে। এদিকে, আগামী কয়েকদিনও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন