অবশেষে মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার কথা স্বীকার করেছে ইরান। ওই প্লেনের ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়েছেন যাদের মধ্যে ৬৩ কানাডিয়ান ছিলেন। এ ঘটনার সম্পূর্ণ দায় ইরানকে অবশ্যই নিতে হবে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
শনিবার এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, ভয়ঙ্কর শোচনীয় এ ঘটনা কীভাবে ঘটলো তার সুস্পষ্ট তদন্ত করতে হবে।
তিনি বলেন, এ ঘটনার জবাবদিহিতা, সুস্পষ্ট ব্যাখ্যা ও নিহত ব্যক্তিদের পরিবারকে ন্যায়বিচার না দেওয়া পর্যন্ত শান্ত হবে না কানাডা। নিহতদের শোকার্ত ও ক্ষুব্ধ পরিবার উত্তর চায়। বেসামরিক যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের ঘটনা আতঙ্কজনক। এমন হওয়ার কথা ছিল না। ইরানকে অবশ্যই সম্পূর্ণ দায় নিতে হবে।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তদন্তের ব্যাপারে কথা হয়েছে জানিয়ে ট্রুডো বলেন, তদন্তে কানাডাকে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ