আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে গত কয়েক দিন ধরে প্রবল তুষারপাত ও বৃষ্টি অব্যাহত রয়েছে।এই বিস্তৃত অংশে অন্তত ৪৩ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
তাদের মধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীর, পাঞ্জাব ও বেলুচিস্তানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে জানা গেছে। ভারী তুষারপাতের কারণে বেলুচিস্তানের যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হাসিবুল্লাহ শিখানি সাংবাদিকদের জানান, ভারী তুষারপাতের কারণে আফগানিস্তানের হাইওয়ে বন্ধ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ