শিরোনাম
২৫ জানুয়ারি, ২০২০ ১৪:৩৩

'ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হওয়া উচিত'

অনলাইন ডেস্ক

'ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হওয়া উচিত'

কাসেম সোলাইমানিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হওয়া উচিত। ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রেরই ২৭ শতাংশ মানুষ এ মত দিয়েছেন। এ খবর প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।

মেজর জেনারেল সোলাইমানি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত ছিলেন। নতুন বছরের শুরুতেই সোলাইমানি হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে বিশ্ব রাজনীতি।

ট্রাম্পের সরাসরি নির্দেশে হত্যা করা হয় সোলাইমানিকে। এ হতাকাণ্ডের জবাবে ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আন্তর্জাতিক অপরাধ আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার বিষয়ে ইরানের ঘোষণা সম্পর্কে মতামত জানতে চাওয়া হয় জরিপে। 

বিডি-প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর