মাদক চোরাচালানের দায়ে আটক ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামা ইসাচারকে ক্ষমা করে দিয়েছে রাশিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মস্কো সফরের আগ-মুহূর্তে ওই নারীকে রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা করে দেন।
বুধবার ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নামা ইসাচারওকে ক্ষমা করে দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রেসিডেন্ট পুতিন ওই নারীকে ক্ষমা করেছেন।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি রাশিয়া যাবেন বলে কথা রয়েছে। তার আগে রাশিয়ার প্রেসিডেন্ট এর পক্ষ থেকে এই নারীকে ক্ষমা করা হলো। কথিত ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন উপলক্ষে নেতানিয়াহু আমেরিকা সফরে গিয়েছিলেন।
রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপের পর নেতানিয়াহু পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, “আমি আশা করি আগামীকাল আমরা সাক্ষাৎ করব এবং সেসময় ডিল অব দ্যা সেঞ্চুরি এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করব।”
গত বছরের এপ্রিল মাসে নামা ইসাচারকে মস্কোর শেরেমেতইয়েভো বিমানবন্দর থেকে থেকে আটক করা হয়। সে সময় ইসাচার ব্যাংকক থেকে রাশিয়া হয়ে ইসরাইল যাচ্ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত