মহামারী করোনাভাইরাসের কারণে চীনে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ভ্রমণের বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় ৪ নং সতর্কবার্তা দিয়েছে- যেটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হয়। জীবনের ওপর বিশাল ঝুঁকি আসতে পারে এমন এলাকার ক্ষেত্রে এ সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টুইটারে বলেছেন, চীনে ভ্রমণের বিষয়ে ৪ মাত্রার সতর্কতা জারি করেছে মন্ত্রণালয়- ভ্রমণ করবেন না। মহামারী আকারে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছে।
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০০ এর বেশি লোকের মৃত্যু হয়েছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা