শেষ মুহূর্তে আটকে গেল ভারতের আলোচিত সেই ধর্ষকদের ফাঁসি কার্যকর। দিল্লির মেডিকেল শিক্ষার্থী নির্ভয়াকে গণধর্ষণ ও নির্যাতনের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসি কার্যকর পিছিয়ে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির কাছে এক আসামির প্রাণভিক্ষা চাওয়ায় আপাতত তাদের ফাঁসি কার্যকর হচ্ছে না।
আজ শনিবার ভোর ৬টায় তাদের ফাঁসি কার্যকরের কথা ছিল।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন শুক্রবার প্রাণভিক্ষা চাওয়ার ফলে মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ বাতিল করা হয়েছে। দিল্লির আদালত শুক্রবার এ আদেশ দিয়েছেন। এখন আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া কোনও আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
নির্ভয়া কাণ্ডের এক আসামির আইনজীবী এপি সিং বলেছেন, ‘মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের দিনক্ষণ বাতিল করা হয়েছে এবং কোনও নতুন তারিখ এখনও দেয়া হয়নি।’
এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন- মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্ত। তাদের মধ্যে পবন গুপ্তা দাবি করেছেন, ২০১২ সালে ওই অপরাধ করার সময় সে নাবালক ছিলেন। তবে সর্বশেষ অভিযুক্ত বিনয় শর্মা প্রাণভিক্ষা আর্জির কারণেই শুক্রবার ফাঁসির হাত থেকে আপাতত বেঁচে গেছেন অভিযুক্তরা।
বিডি প্রতিদিন/কালাম