কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে করোনাভাইরাস। ক্রমশই ভয়ংকর হয়ে উঠছে নোভেল করোনাভাইরাস। চীনের বাইরে ভারতসহ মোট ১৮টি দেশে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাস নিয়ে সাড়া বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। তবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেইসাস।
এদিকে, জাপান ও যুক্তরাষ্ট্র ভ্রমণ সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করায় বিরক্ত চীন। করোনাভাইরাস নিয়ে অহেতুক এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে পাল্টা জানিয়েছেন চিনের রাষ্ট্রদূত। জাতিসংঘের সদর দফতর জেনেভায় গতকাল শুক্রবার চীনের প্রতিনিধি চেন ঝু বলেন, সমস্যা একটা ঘটেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। চীনকে নিষিদ্ধ করার মতো বাড়াবাড়ি অনভিপ্রেত।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ