করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। নতুন করে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর যাতে মারণ এই ভাইরাস ছড়িয়ে না পরতে পারে তাই নতুন প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র।
মানব ও স্বাস্থ্য পরিষেবা সেক্রেটারি অ্যালেক্স আজার ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্দেশিকায় সম্প্রতি সই করেছেন যেখানে বলা হয়েছে, আমেরিকা সাময়িকভাবে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষিদ্ধ করবে। শুধুমাত্র আমেরিকার নাগরিকদের পরিবার এবং স্থায়ী বাসিন্দারা দেশে ঢোকার অনুমতি পাবেন। যারা শেষ ১৪ দিনের মধ্যে চীনে গিয়েছেন তাঁরা কেউই আমেরিকায় ঢুকতে পারবেন না। রবিবার বিকেল ৫টা থেকে এই নিয়ম চালু হবে।
আমেরিকার পক্ষ থেকে লেভেল-৪ ‘ডু নট ট্রাভেল’ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, “পর্যটকদের ছোট নোটিশে কিংবা জরুরি ব্যবস্থায় ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য তৈরি থাকতে হবে।”
আজার জানিয়েছেন, “একজন থেকে অন্যজনের মধ্যে বাহিত হচ্ছে যা ক্রমেই বর আকার ধারন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী কিছুদিনে তা বেড়ে যেতে পারে। আমেরিকা সরকার দেশের নাগরিকদের স্বাস্থ্যের দিকে নজর দিতে দায়বদ্ধ।”
আমেরিকার যেসব নাগরিকরা চীনে গিয়েছিলেন তাঁদের দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে দেশের ঢোকার সময় কিছু প্রবেশ বন্দরে স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৪ দিনের আশ্রয় নিতে হবে। যারা হুবেই প্রদেশ থেকে ফিরছেন যা করোনা ভাইরাসের উৎসস্থল হিসেবে জানা গিয়েছে তাঁদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন সেলফ-স্ক্রিনিং করতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ