ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দেড় যুগ আগে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসকে ছাড়িয়ে গেছে। মহামারী সার্সকেও ছাড়িয়ে গেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় জনমানবহীন এক রাস্তায় নিথর দেহ পড়ে ছিল এক ব্যক্তির। মাথায় সামান্য ধূসর চুল, মুখে মাস্ক লাগানো। হাতে তখনো ধরে ছিলেন প্লাস্টিকের ব্যাগ। আশপাশে হাতে গোনা কয়েকজন লোক। কিন্তু তারাও মরদেহের কাছে ঘেঁষতে ভয় পাচ্ছেন। চীনের উহান শহরের এই দৃশ্য দেখে শিউরে উঠেছে সারাবিশ্ব। কিন্তু বাস্তব পরিস্থিতি এখন ঠিক এটাই।
তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স ৬০ বছরের আশপাশে। পুলিশের ধারণা, করোনাভাইরাসের শিকার ঐ খাবার কিনতে বেরিয়েছিলেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। তার দেহ যারা আনতে গিয়েছিলেন, সেই স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ভয়ে আতঙ্কিত। আপাদমস্তক ধাতব পোশাক পরে তারা উদ্ধারকাজ চালান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। এছাড়া আরো ১১ হাজার সাতশ’ ৯১ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না চীন। অভিযোগ উঠেছে, নিহতের যে সংখ্যা চীন সরকার বলছে, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেকে বেশি মানুষ মারা যাচ্ছে। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। গণমাধ্যমটি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের রেকর্ড রাখা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তথ্য না রেখেই তড়িঘড়ি মরদেহগুলো নিজস্ব প্রক্রিয়ায় দাফন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক