চীনের উহান শহরে থুতু ছিটিয়ে করোনাভাইরাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে বাস করা দক্ষিণ আফ্রিকার নাগরিক জেসিকা বেইলিং নামের এক নারী এই অভিযোগ করেছেন। আর এই কারণে বাইরে বের হতেও ভয় পাচ্ছেন ২৩ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক।
তিনি বলেন, আমি একটি ভিডিওতে দেখেছি একজন ব্যক্তি লিফটের সব বোতামে থুতু দিচ্ছে। এজন্য আমি বাইরে যেতে খুব ভয় পাই। এছাড়াও আমি এমন কাহিনি শুনেছি যেখানে রোগীরা তাদের মাস্ক খুলে ডাক্তারদের মুখে থুতু ছিটিয়েছে যাতে করোনাভাইরাস ছড়ায়।
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দু’শ ৫৯ জনে দাঁড়িয়েছে। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১,৭৯১ জন। এ পর্যন্ত যুক্তরাজ্য, স্পেনসহ বিশ্বের প্রায় ২০টি দেশে ছড়িয়েছে চীনের এই করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়।
সূত্র : দ্য ডেইলি স্টার।
বিডি-প্রতিদিন/শফিক