দিল্লি থেকে হরিয়ানার মানেসরের আর্মি ট্রেনিং ক্যাম্পের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ৪৮ নম্বর জাতীয় সড়কের ঝিলমিল হোটেলের কাছের টোল প্লাজা থেকে পাঁচ কিলোমিটার এগোতে রাস্তার বাঁ-হাতেই সেই ক্যাম্প। এখানেই রাখা হয়েছে শনিবার ভোরে উহান থেকে নিয়ে আসা অধিকাংশ ভারতীয় শিক্ষার্থীদের।
করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে চীনে আটকে পড়া দেশবাসীকে উদ্ধার করতে ভারত সরকারের মরিয়া প্রয়াস সাধুবাদ কুড়িয়েছে তামাম দুনিয়ার। যেভাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় আলোচনা করে ভারতীয়দের উদ্ধারের কাজ করেছে ভারত, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় বলে মনে করছে সচেতন মহল।
জানা গেছে, উহানে আটকে থাকা তিন শিশু-সহ ৩২৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ ডাবলডেকার বিমান। তবে শোনা গেছে, উহান বিমানবন্দরে ছ’জন ভারতীয়কে ওই বিমান থেকে নামিয়ে দেয় চীন প্রশাসন। এক যাত্রী জানিয়েছেন, তারা যখন বিমানে উঠতে যাচ্ছিলেন তখন তাদের প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল। চেক-আপের সময় তা বুঝতে পেরেই বিমানযাত্রী, পাইলট ও বিমানকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় তাদের ভারতে আসার অনুমতি দেয়নি চীন প্রশাসন।
অন্যদিকে শনিবারই আরও দুই ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দিল্লিতে মোট আটজন করোনাআক্রান্ত আশঙ্কায় ওই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরা ভারতীয়রা সকলেই সুস্থ আছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও জানা গেছে, উহান প্রদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে ২১১ জনই শিক্ষার্থী। শনিবার রাতেই দিল্লি বিমানবন্দরে যাত্রীদের একপ্রস্থ পরীক্ষা করে এয়ারপোর্ট হেলথ অথরিটি ও আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেসের যৌথ দল। দেখা হয়, তাদের কারও করোনা আক্রান্তের লক্ষণ আছে কি না। এরপর ১০৩ জনকে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের বাসে পশ্চিম দিল্লির ছাওলা সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়। বাকিদের সেনার গাড়িতে আনা হয় মানেসরে। সেখানেই আপাতত আগামী দু’সপ্তাহ তাদের নজরে রাখবেন চিকিৎসকরা। সেনা শিবিরের ভিতরেই ছোটখাটো হাসপাতাল গড়ে তোলা হয়েছে। কারও শরীরে সংক্রমণের লক্ষণ মিললেই তাকে দ্রুত আলাদা করে রেখে চিকিৎসা করা হবে। এছাড়া রবিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমান চীনের হুবেই প্রদেশে গিয়ে বাকি ভারতীয়দের উদ্ধার করবে বলে জানা গেছে। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/কালাম