ভারতের রাজধানী নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আবারও গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের সামনে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাতে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি স্কুটি চড়ে এসে গুলি চালায়। তাদের একজনের গায়ে লাল জ্যাকেট ছিল।
দিল্লিতে বিরাট আকার ধারণ করেছে সিএএ বিরোধী আন্দোলন। আন্দোলনকারীদের ওপরে আঘাতও নেমে আসছে বারবার। শেষ চারদিনে তিনবার বন্দুক হামলা চালানো হয় সিএএ বিরোধী আন্দোলনকারীদের ওপরে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন আন্দোলনকারীরা।
এর আগে, গত ৩০ জানুয়ারি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী (সিএএ) প্রতিবাদ মিছিল লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।
গত ১১ ডিসেম্বর ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে টানা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নয়াদিল্লিসহ বিভিন্ন প্রদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন