১৯৯৩ সালে ভারতের মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের এক মূল অভিযুক্ত ধরা পড়েছে গুজরাটের অ্যান্টি-টেরর স্কোয়াডের জালে। মুম্বাই বিমানবন্দর থেকে পাকিস্তানের পাসপোর্টধারী ওই ব্যক্তিকে মাদক চোরাকারবারের অভিযোগে আটক করা হয়।
আটককৃত মুনাফ হালারি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী টাইগার মেমনের ঘনিষ্ট বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
রবিবার রাতে মুম্বাই এয়ারপোর্ট হয়ে দুবাই যাচ্ছিলেন পাকিস্তানের নাগরিক মুনাফ হালারি। আর সেখানেই পুলিশের জালে ধরা পড়েন তিনি।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটে। এতে ২৫৭ জন মানুষ প্রাণ হারায় এবং ৭১৩ জন গুরুতর আহত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন