চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার টুইটারে মোদি লিখেছেন, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ট্রাম্প ও মেলানিয়া ভারত সফর করছেন। এতে আমি ভীষণ আনন্দিত। সম্মানিত অতিথিদের ভারত স্মরণীয় সংবর্ধনা দেবে। এ সফর বিশেষ হয়ে থাকবে এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক দূঢ়করণে ভূমিকা রাখবে।
নরেন্দ্র মোদির এ টুইটের জবাবে মেলানিয়া টুইটারে লিখেছেন, আমন্ত্রণের জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদি। আহমেদাবাদ ও নয়াদিল্লী সফর ও যুক্তরাষ্ট্র-ভারত ঘনিষ্ঠ সম্পর্ক উদযাপনে আমি এবং ট্রাম্প মুখিয়ে আছি।
বিডি প্রতিদিন/ফারজানা