প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ভারতের বিশ্বভারতীর কলাভবনের এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠল কলাভবনেরই এক ছাত্রের বিরুদ্ধে। ভিনরাজ্যের ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অসীম সরকার নামে ওই ছাত্রকে। অভিযুক্ত কলাভবনের সেরামিক বিভাগের ছাত্র।
আসাম থেকে আসা বিশ্বভারতীর কলাভবনের ডিজাইন ও টেক্সটাইল বিভাগের ফাইনাল ইয়ারের ওই ছাত্রীর অভিযোগ, কিছুদিন ধরেই তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল অসীম। তিনি রাজি না হওয়ায় তাকে উত্যক্ত করতে থাকে ওই ছাত্র। বুধবার তা চরমে পৌঁছোয়। এ দিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শ্যামবাটি থেকে শান্তিনিকেতনে ফিরছিলেন ওই ছাত্রী। সেখানেও ওই যুবক তার পিছু নেয় বলে অভিযোগ। বার কয়েক ডাকে সাড়া না দেওয়ায় ওই যুবক অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানিয়েছেন ওই ছাত্রী। বাঁ হাতে অস্ত্রের কোপ লাগে তার।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে নিয়ে যায়। সেখানেই হাতে সেলাই করা হয় তার। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তারপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আজ বৃহস্পতিবার অভিযুক্ত অসীমকে বোলপুর আদালতে তোলা হয়। এ ঘটনায় এখনও চূড়ান্ত আতঙ্কের মধ্যে রয়েছেন ওই ছাত্রী। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীতে।
বিডি-প্রতিদিন/শফিক