গত এক শতাব্দীর মধ্যে দ্বিতীয়বার তুষারে ঢেকে গেল মরুভূমির শহর ইরাকের রাজধানী বাগদাদ। গত মঙ্গলবার সকালে মানুষ ঘুম ভেঙে তারা দেখতে পান তুষারের পাতলা স্তর চারপাশে। মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর খবরে বলা হয়েছে, এই শতাব্দিতে বাগদাদে এটি দ্বিতীয় তুষারপাতের ঘটনা।
এমন আশ্চর্য ঘটনায় চমত্কৃত বাগদাদবাসী বাড়ির বাইরে বেরিয়ে আসেন। চলতে থাকে ফটো তোলার হিড়িক, সঙ্গে বরফে গোলা পাকিয়ে খেলাও শুরু হয়ে যায়। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, ২০০৮ সালে একবার বাগদাদে বরফ পড়লেও সেবার তা ছিল খুবই সামান্য। কিন্তু এবারে ঠিক যেন বরফে ঢাকা পড়েছে গোটা শহর। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি আপলোড করেন অনেকেই।
আগামী বুধবার পর্যন্ত বাগদাদে বরফপাত চলতে থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। ইউরোপের শৈত্যপ্রবাহ বাগদাদে ঢুকে তাপমাত্রা কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন তারা। সাধারণত গ্রীষ্মপ্রধান শহর বাগদাদে এই ঘটনা তাই বিরল । গরমে এখানে তাপমাত্রা চলে যায় ৪৮-৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে।
বিডি-প্রতিদিন/মাহবুব