হাইতির একটি এতিমখানায় আগুনে পুড়ে কমপক্ষে ১৫ শিশু মারা গেছে। মার্কিন একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠানটি পরিচালনা করতো বলে জানিয়েছে সিএনএন।
হাইতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জেনিফার মেলটন জানান, পোর্ট য়ু প্রিন্সে অরফানেজ অব দ্য চার্চ অব বাইবেল আন্ডারস্ট্যান্ডিং এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইস। এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এবং আগুনের লাগার কারণ খুঁজে বের করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা