১৪ বছর জেলে কাটালেও চিকিৎসক হওয়ার সংকল্প থেকে সরে আসেননি। শেষমেশ ৪০ বছর বয়সে সেই স্বপ্নপূরণ হল তার। গত বছর এমবিবিএস পরীক্ষায় পাশ করার পর চলতি মাসেই নিজের ইন্টার্নশিপ শেষ করেছেন। এ বার চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছেন ভারতের কর্নাটকের সুভাষ পাটিল।
কর্নাটকের আফজলপুরা শহরের বাসিন্দা সুভাষ জানিয়েছেন, ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার। ১৯৯৭ সালে এমবিবিএস পড়া শুরু করেন। তবে সেই পড়াশোনায় ছেদ পড়ে ২০০২ সালে। একটি খুনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় এমবিবিএস কোর্সের তৃতীয় বর্ষে ছিলেন সুভাষ। ২০০৬ সালে ওই মামলায় আজীবন কারাবাসের সাজা পেলেও ভালো আচরণের জন্য জেল থেকে ছাড়া পান ২০১৬ সালে। জেলে থাকাকালীনই সেখানকার হাসপাতালের বহিরাগত বিভাগে কাজ শুরু করেছিলেন সুভাষ।
সুভাসের কথায়, ‘জেলের ওপিডিতে কাজকর্ম করার সময় ভালো আচরণের জন্য ২০১৬ সালে স্বাধীনতা দিবসে ছাড়া পাই। এরপর ২০১৯ সালে এসে এমবিবিএস কোর্স শেষ করি।’
গত মাসে নিজের পড়াশোনা শেষ করেছেন সুভাষ। এরপর ডিগ্রি পাওয়ার জন্য বাধ্যতামূলক এক বছরের ইন্টার্নশিপ শুরু করেন। চলতি মাসে তার মেয়াদ শেষে চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরোদস্তুর সফল করলেন সুভাষ। সূত্র: আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন