দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করে আলোচনায় আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নিতে চলেছেন তিনি। যে মঞ্চ থেকে রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল, রাজধানীর সেই রামলীলা ময়দানের মঞ্চেই আরও পাঁচ বছরের জন্য দিল্লির প্রশাসনিক প্রধানের দায়িত্বভার কাঁধে তুলে নিতে চলেছেন তিনি। এ দিন সকাল ১০টায় নতুন মন্ত্রিসভার শপথ। এর আগে ২০১৫ সালে এই রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। একইসঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার ৬ সদস্যও।
বিপুল সংখ্যাগরিষ্ঠতার পরে নিজের মন্ত্রিসভা নিয়ে কোনও রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে নাও যেতে পারেন কেজরিওয়াল। সাধারণ জনতার ভরসাকেই চুড়ান্ত হিসেবে গ্রহণ করে নিজের মন্ত্রিসভা অপরিবর্তিত রাখতে পারেন তিনি।
কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির রামলীলা ময়দানে এক লক্ষ লোকের জমায়েত হবে বলেই মনে করছে আম আদমি পার্টি। দিল্লির এই আম আদমির কথা ভেবে, তাঁদের জন্য ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর গেটের ব্যবস্থা করা হয়েছে। তবে, এক লক্ষ লোক হচ্ছে ধরে নিয়ে আপ এগোলেও, ময়দানে এত লোকের বসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। পুলিশ সূত্রে জানা গেছে, বসার জন্য ৪৫ হাজার চেয়ার থাকছে। তবে, প্রচুর মানুষ ময়দান প্রাঙ্গণে যাতে দাঁড়াতে পারেন, সে ব্যবস্থা থাকছে। পাশাপাশি ১২টি পেল্লাই মাপের এলইডি স্ক্রিন রামলীলা ময়দানের বিভিন্ন প্রান্তে বসানো থাকবে। তাতে চোখ রাখলেও দেখা যাবে শপথগ্রহণের পুরো অনুষ্ঠান।
দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রামলীলা ময়দান নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। নিরাপত্তায় সর্বক্ষণ নজরদারি চালাতে বসছে ১২৫ সিসিটিভি। থাকবেন ৫০০০ পুলিশকর্মী।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/ ওয়াসিফ