১১ এপ্রিল, ২০২০ ০০:৪৪
আনন্দবাজারের প্রতিবেদন

শেষকৃত্যে এলেন না স্বজনরা, হিন্দু বৃদ্ধার মরদেহ নিয়ে শ্মশানে মুসলিম যুবকরা!

অনলাইন ডেস্ক

শেষকৃত্যে এলেন না স্বজনরা, হিন্দু বৃদ্ধার মরদেহ নিয়ে শ্মশানে মুসলিম যুবকরা!

লকডাউনের জেরে বন্ধ যানবাহন পরিষেবা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই সপ্তাহে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে তার শেষযাত্রায় অংশ নেননি আত্মীয়-স্বজন। শেষে প্রতিবেশী মুসলিম যুবকরা এগিয়ে আসেন। তারাই কাঁধে করে ওই হিন্দু বৃদ্ধার দেহ শেষকৃত্যের জন্য আড়াই কিলোমিটার হেঁটে শ্মশানে নিয়ে যান।

ভারতের মধ্যপ্রদেশের ইন্দরে ঘটেছে এই ঘটনা। আর সেই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপরই ওই সম্প্রীতির চিত্রকে সাধুবাদ জানাচ্ছেন ভারতীয় নাগরিকরা।

সেই ছবিতে দেখা যাচ্ছে, ওই বৃদ্ধার দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন মুসলিম যুবকরা। তাদের মুখে মাস্ক ও মাথায় টুপি।

৬৫ বছরের ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। গত সোমবার তার মৃত্যু হয়। কিন্তু লকডাউনের কারণে তার ছেলেদের আসতে দেরি হয়। তার অধিকাংশ আত্মীয়ই শেষকৃত্যে যেতে রাজি হননি। তখনই এগিয়ে আসেন ওই মুসলিম যুবকরা। তাদের মধ্যে এক যুবক স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমরা তাকে ছোট থেকে চিনতাম। এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে।’’   

এই ঘটনার ছবি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ টুইট করে লিখেছেন, ‘‘এটা সমাজে একটা উদাহরণ হয়ে রইল। এটাই আমাদের গঙ্গা-যমুনার সংস্কৃতিকে তুলে ধরেছে। এই দৃশ্য পারস্পরিক সৌভ্রাতৃত্ব ও ভালোবাসাকে আর দৃঢ় করবে।’’ 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর