বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অদূরে ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের অভ্যন্তরে প্রাথমিকভাবে পাঁচশ' শয্যাবিশিষ্ট নাইটিংগেল হসপিটালের উদ্বোধন করলেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে বেশ আবেগ আপ্লুত হয়ে সারাদেশের এনএইচএস কর্মীদের নিঃস্বার্থ প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে তাদের অক্লান্ত পরিশ্রম গোটা জাতির হৃদয় স্পর্শ করেছে বলে মন্তব্য করেন।
এ সময় প্রিন্স উইলিয়াম হাসপাতালটি স্থাপন ও স্থাপনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের সঙ্গে কথা বলেন। প্রিন্স উইলিয়াম বার্মিংহামের ফুটবল ক্লাব আস্টন ভিলার একজন স্বঘোষিত অনুরাগী।
বার্মিংহাম মেইলে প্রকাশিত এক সংবাদে জানা যায়, প্রয়োজনে এই হাসপাতালে ১৫০০'র অধিক নতুন শয্যা সংযোজন করা হবে। গোটা মিডল্যান্ড জুড়ে ২৩টি হাসাপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবাদানে চাপ সামলাতে না পারলে এখানে স্থানান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ