কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে পুলিশের পোশাক পরে বন্দুকধারীর হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে, হামলাকারী কয়েকজন হতাহতদের চিনে।
উল্লেখ্য, গত শনিবার রাতে পুলিশের পোশাক পরে এবং 'পুলিশের গাড়ি' ব্যবহার করে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর পোর্টাপিকেতে হামলা শুরু করে ওই হামলাকারী। প্রায় ১২ ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় হামলা চালায় সে। হামলার দিনেই পুলিশ ৫১ বছর বয়সী হামলাকারী গ্যাব্রিয়েল ওর্টম্যানকে গুলি চালিয়ে হত্যা করে।
সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ