ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) সঙ্গে যুক্ত এক পাকিস্তানিকে গ্রেফতার করেছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরক্টেরেট অব সিকিউরিটি (এনডিএস) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
মুনিব নামের ওই সন্ত্রাসী পাকিস্তানের বাসিন্দা। তিনি আবু হিলালসহ নানা নামে পরিচিত। তিনি আইএস-এ 'বিচারকের' দায়িত্ব পালন করতেন। বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নেটওয়ার্কও গড়ে তুলেছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, মুনিব সেন্টাল কাউন্সিল অব আইএস খোরাসানের গুরুত্বপূর্ণ সস্য। তিনি ছায়া আদালতের দায়িত্বে ছিলেন। এছাড়া লস্কর-ই তায়েইব, হাক্কানি নেটওয়ার্ক, সেপা-ই সাহাবা, জামিয়াত-ই উলিমা-ই ইসলাম এবং পেশওয়ার কাউন্সিল অব তালেবানের সাথে তিনি সমন্বয় ও যোগাযোগের দায়িত্বে ছিলেন।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা