পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই’র দাবিতে অনশন ধর্মঘট পালন করছেন। শনিবার তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিকিৎসকরা হাসপাতাল গুলোতে সুরক্ষা সরঞ্জামের অভাবে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছেন। পাঞ্জাব প্রদেশের ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন জানিয়েছে, ইতোমধ্যে ১৫০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বিক্ষোভ মিছিল করার সময় গত মাসে কোয়েটায় ৫০ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল।
পাঞ্জাবের গ্র্যান্ড হেলথ অ্যালায়েন্সের প্রধান সালমান হাসিব বলেন, আমরা যদি সুরক্ষিত না থাকি তাহলে পুরো জনগোষ্ঠী ঝুঁকিতে পড়বে। আমাদের দাবি সরকার না মানা পর্যন্ত আমরা থামব না। তিনি জানান, অনশন কর্মসূচিতে ৩০ চিকিৎসক ও নার্স যোগ দিয়েছেন। এছাড়া প্রতিদিনের বিক্ষোভে যোগ দিচ্ছেন ২০০ মেডিকেল কর্মী।
জানা যায়, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে বেশ কিছু চিকিৎসক প্রাণ হারিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার