করোনাভাইরাসের কারণে নিউ ইয়র্কের নিম্ন আয়ের তিন লাখ ২৫ হাজার মানুষ উদ্বাস্তু হতে পারে। এমনকি এক পার্যায়ে এ সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুইন নামের একটি অলাভজনক দাতা সংস্থা তাদের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার সংস্থাটির প্রেসিডেন্ট এবং প্রধান নিবার্হী কর্মকর্তা ক্রিস্টাইন কুইন মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, কোনোরকম হস্তক্ষেপ না করলে এসব মানুষকে উদ্বাস্তু হওয়া থেকে রক্ষা করা যাবে না।
এদিকে, মার্কিন সরকার প্রণোদনা প্যাকেজের আওতায় নিউ ইয়র্ক শহরের জন্য যে ১,৭০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে তার প্রশংসা করেছেন মেয়র বিল ডি ব্লাসিও।
তিনি বলেন, “এই বরাদ্দ হচ্ছে এমন সহযোগিতা যা আমাদের প্রয়োজন।
গত মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাসের ২ তারিখ পর্যন্ত নিউ ইয়র্ক শহরের আট লাখ ৩০ হাজার মানুষ বেকার হয়েছে বলে সরকারকে লিখিতভাবে জানিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন