মহামারী করোনাভাইরাসের কারণে এবার প্রথাগত সমাবর্তন থেকে বঞ্চিত হয়েছেন যুক্তরাষ্ট্রে লাখ লাখ হাইস্কুল শিক্ষার্থী। সেই ক্ষতি পুষিয়ে দিতে বিকল্প সমাবর্তনের আয়োজন করা হয়। ভার্চুয়াল এ সমাবর্তনে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। শিক্ষার্থী ঘরে বসে টেলিভিশনে শুনেছে ওবামার কথা।
তিনি করোনাভাইরাসে শিক্ষার্থীদের জন্য উৎসাহমূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ব্যর্থতা নিয়েও কথা বলেন। তবে তিনি এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি।
এতে আরও বক্তব্য দেন নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই, মার্কিন অভিনেতা ও রাজনীতিবিদ আরনল্ড শোয়ার্জনেগার, তরুণ ব্যান্ড দল জোনাস ব্রাদার্স ও সঙ্গীতশিল্পী ব্যাড বানি।
বিডি প্রতিদিন/ফারজানা