আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে সোমবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির অন্তত ৭ জন সদস্য নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে প্রদেশটির একজন মুখপাত্র জানান।
গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা এএফপি’কে বলেন, সন্ত্রাসীরা একটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালায়। তাদের হামলার লক্ষ্য ছিল গজনি নগরীতে অবস্থিত জাতীয় নিরাপত্তা অধিদপ্তর ইউনিট।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ৮ জনের অবস্থা আশংকাজনক।
ইতোমধ্যে এ হামলার দায় তালেবান স্বীকার করেছে তালেবান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ