লাদাখের গালওয়ান সেক্টরে ভারত এবং চীনের সেনার মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে৷চীনের হামলায় ভারতীয় সেনার এক কর্নেল ছাড়াও দুই সদস্যের মৃত্যু হয়। দুই দেশই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশের বাহিনীর সংঘর্ষের পর ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, এই আশঙ্কাতেই ভারতের ধস নেমেছে শেয়ার বাজারে৷
জানা গেছে, এর ফলে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ভারতীয় প্রায় ৩৪ হাজার কোটি টাকা।
মঙ্গলবার সকাল থেকে ঊর্ধ্বমুখীই ছিল শেয়ার বাজার৷ ফলে বিনিয়োগকারীদের মুখেও হাসি ফুটেছিল৷ কিন্তু বেলা বাড়তেই ছবিটা বদলে যায়৷ লাদাখ সীমান্তে চীনের হামলায় এক সেনা অফিসার এবং দুই সদস্যের মৃত্যুর খবর আসতেই শেয়ার সূচকে পতন শুরু হয়৷
বিএসই'তে এক ধাক্কায় ৬০০ পয়েন্ট নেমে হয় ৩৩২৪১৷ আর এনএসই'তে নিফটি ২০০ পয়েন্ট পড়ে যায়৷
বিশেষজ্ঞদের ধারণা, ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে শেয়ার বাজারে আরও পতন ঘটবে৷সূত্র: নিউজ এইট্টিন
বিডি প্রতিদিন/আরাফাত