বান্ধবীর সঙ্গে ঝগড়া আর তার জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত। তবে আত্মহত্যা করতে যাওয়ার আগে ফেসবুকে ফলাও করে পোস্ট করেছিলেন কলকাতার রিজেন্ট পার্কের এক যুবক। আর তাতেই রক্ষে! পুলিশের তৎপরতায় ঠেকানো গিয়েছে আত্মহত্যা!
টলিউড ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটারের কাজ করেন ওই তরুণ। গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি একটি পোস্ট করেন। তাতে তিনি আত্মহত্যা করতে চলেছেন, সেই বিষয়টি স্পষ্ট ছিল।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে কেউ খবর দেন পুলিশে। যুগ্ম কমিশনার ক্রাইম মুরালিধর শর্মার কাছে খবর যেতেই তিনি লোকাল থানাকে বিষয়টি জানান। টাওয়ার লোকেশন ট্রেস করে পুলিশ তার বাড়িতে পৌঁছায়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই যুবক কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছেন। টাওয়ার ট্রেস করে এলাকার বড়ুয়াপাড়ার ফ্ল্যাটে পুলিশ পৌঁছালে ওই যুবককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে জীবন ফিরে পায় ওই যুবক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন