১ জুলাই, ২০২০ ২২:৪৬

প্রিয়াঙ্কা গান্ধীকে বাংলো ছাড়ার নোটিশ

অনলাইন ডেস্ক

প্রিয়াঙ্কা গান্ধীকে বাংলো ছাড়ার নোটিশ

প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর বিশেষ নিরাপত্তা তুলে নেয়ার পর এবার দিল্লির সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেয়া হয়েছে। আগামী ১ অগাস্টের মধ্যে তাকে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে।

বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আজ বুধবার থেকে তার বরাদ্দ বাতিল করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে তিন লাখ ৪৬ হাজার রুটি পাওনা রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

গৃহায়ণ ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে লোদি রোডে সরকারি বাংলোটি পান প্রিয়ঙ্কা গান্ধী। এখন স্পেশাল প্রটেকশন গ্রুপ সিকিউরিটি না থাকায় বাংলোটিতে থাকার অধিকার তার নেই।

ওই নোটিসে বলা হয়, লোদি এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি ৬-বি ধরনের। এটি শুধু এসসপিজি নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়ঙ্কাকে যেহেতু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো ছাড়তে হবে তাকে।

নোটিসে আরও বলা হয়, আগস্টের পর যদি প্রিয়াঙ্কা গান্ধী ওই বাংলোতে থাকেন তাহলে তাকে জরিমান গুনতে হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর