কেরালার বনমন্ত্রী কে রাজু বলেছেন, ভারি বৃষ্টির কারণে বিমানটি স্কিচড হয়ে একটি প্রাচীরের সঙ্গে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে পড়েছিল। দুর্ঘটনাটি অত্যন্ত গুরুতর। উদ্ধার অভিযান চলছে। সব যাত্রী সরিয়ে নেওয়া হয়েছে। এরোড্রোমে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
রাতে এনডিটিভিকে এসব কথা জানিয়েছেন।
শুক্রবার রাত সোয়া ৮টার কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে ল্যান্ড করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের পাইলট ও কো-পাইলটসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ১৯০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ১১২ জন যাত্রী। তাদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত