২২ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৯

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০ বার এভারেস্টজয়ী 'তুষার চিতা' আর নেই

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০ বার এভারেস্টজয়ী 'তুষার চিতা' আর নেই

আং রিতা শেরপা। 'তুষার চিতা' হিসেবে তিনি পরিচিত

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০ বার হিমালয়ের সর্বোচ্চ চূড়া এভারেস্ট আরোহন করা আং রিতা শেরপা আর নেই। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে তার মৃত্যু হয়।

'তুষার চিতা' হিসেবে পরিচিত এই পর্বতারোহীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্ক ও যকৃতের সমস্যায় ভুগছিলেন।

২০১৭ সালে আং রিতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক বিশ্বের একমাত্র মানুষ হিসেবে বোতল ভর্তি অক্সিজেন ছাড়া ১০ বার এভারেস্ট পর্বত জয় করার স্বীকৃতি পান। এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি।

তিনি ১৯৮৭ সালের শীতকালে অক্সিজেনের বোতল ছাড়া এভারেস্ট পর্বত আরোহন করেন। পর্বত আরোহনের এসব অনবদ্য ভূমিকার জন্যই তিনি 'তুষার চিতা' নামে পরিচিত।

হিমালয়ের জীববৈচিত্র্য  ও পরিবেশ রক্ষার সংরক্ষণ প্রকল্পেও কাজ করতেন 'তুষার চিতা'। সঙ্গী পর্বতারোহীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর