গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে ছাড়া পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার। এক লাখ রুপি জামানতে তার জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
সফদার আদালতে থাকা অবস্থায় তার স্ত্রী ও পিএমএল-এনের ভাইসপ্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ সংবাদ সম্মেলন করছিলেন। পরে মরিয়ম সেখানেই তার স্বামীর জামিনের তথ্য নিশ্চিত করেন।
মরিয়ম বলেন, ‘আমরা দুজনই একসঙ্গে করাচি ছাড়ব। কারণ, এখনই মরিয়ম আওরঙ্গজেব (দলের মুখপাত্র) আমাকে তাঁর (সফদার) জামিন মঞ্জুরের বিষয়টি জানিয়েছেন।’
সোমবার ভোরে দেশটির সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ