রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সরকারের দায় প্রমাণে আন্তর্জাতিক বিচার আদালতে ৫শ পৃষ্ঠার নথি জমা দিয়েছে গাম্বিয়া।
শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের সদর দপ্তরে এই নথি পাঠায় দেশটি। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার তথ্য সমর্থনে ৫ হাজার পৃষ্ঠা জমা দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী নিজেদের অবস্থান তুলে ধরতে তিন মাস সময় পাবে মিয়ানমার।
গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে মামলা করে গাম্বিয়া। এরপর শুনানি শেষে মিয়ানমারকে রাখাইনে গণহত্যা রোধে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/আরাফাত