আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার কমপক্ষে ৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন পুলিশ সদস্য। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আফগানিস্তানের রাজধানী শহর কাবুল থেকে দেশটির পূর্ব শহর গজনীতে যাচ্ছিল বাসটি। যাত্রাপথে বাসটিতে বোমা নিক্ষেপ করা হয়। এতে তিন নারীসহ ৯ জন প্রাণ হারান। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তালেবানদের দায়ী করা হচ্ছে। কিন্তু বোমা হামলা নিয়ে তালেবানরা কোনো মন্তব্য করেনি।
গজনীর গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাজাদা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে তিন নারীসহ নয় জন মারা গেছেন। গজনীর পুলিশের মুখপাত্র আদম খান সিরাত বলেছেন, এই হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার জন্য তালেবানরা দায়ী।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        