মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে থাকা মার্কিন সেনা সংখ্যা সাড়ে ৪ হাজার থেকে কমিয়ে আড়াই হাজারে নিয়ে আসতে যাচ্ছেন। এছাড়া ইরাকে থাকা ৩ হাজার মার্কিন সেনা থেকে ৫০০ কমিয়ে দেশটির আড়াই হাজার মার্কিন সেনা রাখার সিদ্ধান্ত হয়েছে।
ক্ষমতা ছাড়ার আগে জানুয়ারির মাঝামাঝিতেই প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেন, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে ২০০০ সেনা এবং ইরাক থেকে ৫০০ জন সেনা প্রত্যাহার করা হবে। দুটি দেশ থেকে আড়াই হাজার সেনা সরিয়ে নেওয়া হবে।
এর মাধ্যমে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের সফল সমাপ্তি এবং যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনার ট্রাম্পের নীতির প্রতিফল হচ্ছে বলে জানান মিলার।
বিডি প্রতিদিন/এমআই