তাইওয়ানের একটি এফ-১৬ যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার পর বহরের সমস্ত এফ-১৬ বিমানের উড্ডয়ন স্থগিত করেছে তাইপে। গতকাল মঙ্গলবার তাইওয়ানের হুয়ালিয়েন বিমানঘাঁটি থেকে বিমানটি ওড়ার দুই মিনিট পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাইওয়ানের পূর্ব উপকূলীয় ওই ঘাঁটি থেকে ৪৪ বছর বয়সী একজন পাইলট এক আসনের একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন। কিন্তু ১৮০০ মিটার উচ্চতায় ওঠার পর বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন প্রায় ১৫০টি এফ-১৬ জঙ্গিবিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেন।
তিনি আজ এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযান আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্পূর্ণ। বিমান বাহিনী সমস্ত এফ-১৬ বিমান পরীক্ষা করে দেখার জন্য বিমানের উড্ডয়ন স্থগিত করেছে। বিমান নিখোঁজের বিষয়ে আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক