ইন্দোনেশিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে প্রকাশ্যে ১৬৪ বার চাবুকের আঘাত করা হয়েছে। গত বছর এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ছিল ১৯ বছরের ওই তরুণের বিরুদ্ধে। এ জন্য তাকে সবার সামনে শুক্রবার এমন শাস্তি দেওয়া হয়। খবর ডেইলি মেইলের।
দেশটিতে ইসলামিক আইনের লঙ্ঘন করলে ইন্দোনেশিয়া চাবুকের ঘা লাগানোর সাজা সাধারণ ব্যাপার। তবে এতবার চাবুকের ঘা দেওয়ার সাজা শুধুমাত্র গুরুতর অপরাধ করলেই দেওয়া হয়।
এই বছরের শুরুর দিকে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয়েছিল। তবে ভুক্তভোগী শিশুর বয়স উল্লেখ করা হয়নি।
চাবুকের কয়েক ঘা খাওয়ার পরই অভিযুক্ত তরুণ মাটিতে লুটিয়ে পড়ে। যন্ত্রণায় কাতরাতে থাকে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেখানে একজন চিকিৎসক রাখা হয়েছিল। তিনি সেই ধর্ষককে সুস্থ করে তোলেন। এরপর আবার তাকে চাবুকের আঘাত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই