যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেখার অযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তার সমর্থকদের এই চ্যানেলটি বাদ দিয়ে অন্য চ্যানেল দেখার পরামর্শ দিয়েছেন। খবর বিজনেস ইনসাইডার।
প্রকাশিত খবরে বলা হয়েছে, রবিবার ফক্স নিউজে দেশটির নির্বাচন পরবর্তী বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কথা ছিল। এর ঠিক আগে ট্রাম্প এই মন্তব্য করে একটি টুইট করেন।
সেখানে তিনি লেখেন, ‘ফক্স নিউজের ডেটাইম অনুষ্ঠানটি কার্যত দেখার অযোগ্য, বিশেষ করে সপ্তাহান্তে। তাই ওএএনএন, নিউজম্যাক্স অথবা অন্য কিছু দেখুন। আপনাদেরকে ডেমোক্র্যাটদের সঙ্গে অন্তহীন সাক্ষাৎকারের মাধ্যমে ভুগতে হবে না, এমনকি এর চেয়েও খারাপ হতে পারে।’
মূলত প্রতিদ্বন্দী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার পর থেকেই ফক্স নিউজের নানান সমালোচনা করে আসছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় ট্রাম্প তার টুইটার অনুসারীদের ফক্স নিউজ ছাড়া অন্য যেকোনো গণমাধ্যমের সংবাদ দেখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর