নাইজেরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলে একটি ধানক্ষেতে হামলা চালিয়ে শতাধিক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৪৩ হলেও রবিবার ১১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে জাতিসংঘ। আর এ ঘটনাকে চলতি বছরের নৃশংসতম ঘটনা বলে মন্তব্য করছে জাতিসংঘ। খবর আল জাজিরা'র।
গত শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে। শ্রমিকদের সবাইকেই বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে। নাইজেরিয়ার ওই অঞ্চলটিতে বোকো হারাম এবং ইসলামিক স্টেট বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লাখ অধিবাসী।
এর আগে গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারাম।
বিডি প্রতিদিন/হিমেল