৩০ নভেম্বর, ২০২০ ১৩:৩৩

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রণে গুলি, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রণে গুলি, নিহত ৬

শ্রীলঙ্কার রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রণ করতে গিয়ে রক্ষীদের গুলিতে ৬ বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ৩৫ জন বন্দি গুরুতর আহত হয়েছেন। এছাড়াও দাঙ্গায় দুই জন রক্ষীও গুরুতর আহত হন। খবর এপি।

প্রকাশিত খবরে বলা হয়েছে, কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বন্দিরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেন। 

দেশটির পুলিশের মুখপাত্র অজিথ রোহানা বলেছেন, গতকাল রবিবার কলম্বো থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত মহারা জেলখানায় বন্দীরা ‘অশান্তি’ তৈরি করেছিল। সেখানকার কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের রক্ষীরা গুলি ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভানোর জন্য দমকলকর্মীদের ডেকে আনা হয়েছিল।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়তে থাকায় শ্রীলঙ্কার যে কয়েকটি কারাগারে হামলা হয়েছে, এটিই তার মধ্যে সর্বশেষ। দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ এসেছে ২৩ হাজার ৪৮৪ জনের। করোনায় মারা গেছেন ১১৬ জন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর