১ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৫

বলসোনারোর আমলে আমাজন উজাড়ের হার ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক


বলসোনারোর আমলে আমাজন উজাড়ের হার ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

গত এক বছরে ব্রাজিলের আমাজনে ১১ হাজার ৮৮ বর্গকিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছে। যা গ্রেটার লন্ডনের আয়তনের সাত গুণ বেশি। গত বছরের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত এমনটি করা হয়েছে। জেইর বলসোনারোর আমলে বন উজাড়ের এ হার গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ এবং গত বছরের চেয়ে নয় শতাংশ বেশি। 

দেশটির রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার (ইনপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

২০১৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জাইর বলসোনারো ব্রাজিলের ক্ষমতায় আসার পর বন উজাড় ব্যাপক মাত্রায় বেড়েছে। ইনপির তথ্য মতে, ২০১৮ সালে অর্থাৎ বলসোনারো ক্ষমতা নেওয়ার আগের বছর সাত হাজার ৫৩৬ বর্গকিলোমিটার বন উজাড় করা হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অঞ্চলে কৃষিকাজ ও খনিজ পদার্থের সন্ধান কার্যক্রম বাড়িয়ে দেন বলসোনারো।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর