হাতির সঙ্গে ধাক্কার জেরে লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। ভারতের উড়িষ্যার হাতিবাড়ি ও মানেসর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার জেরে ট্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে।
স্থানীয় রেল বিভাগ জানায়, মোটামুটিভাবে ট্রেনের গতিবেগ ছিল ৫০ কিমি প্রতি ঘণ্টা। রবিবার রাত ২ টা ৪ মিনিটে হাতিটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সামনের দিকের ৬টি চাকা লাইন থেকে নীচে পড়ে যায়।
জানা গেছে, পুরী-সুরাট এক্সপ্রেস ট্রেনের সামনে হাতিটি চলে আসে। চালকেরা ব্রেক কষে দাঁড় করানোর আগেই হাতির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। যার ফলে ঘটে এই দুর্ঘটনা। সূত্র: জিনিউজ
বিডি প্রতিদিন/কালাম