১৫ জানুয়ারি, ২০২১ ১৮:২৩

সীমান্তে স্থিতাবস্থা নষ্ট করতে চক্রান্ত চীনের, জানালেন ভারতের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

সীমান্তে স্থিতাবস্থা নষ্ট করতে চক্রান্ত চীনের, জানালেন ভারতের সেনাপ্রধান

চলতি সপ্তাহেই সংবাদ সম্মেলনে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে অশান্তি সৃষ্টির অভিযোগ এনেছিলেন তিনি। শুক্রবার দুই প্রতিবেশী দেশের উদ্দেশে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণের হুঁশিয়ারি, ‘‘কেউ যেন আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেয়ার ভুল না করে।’’

আজ ভারতের ৭৩তম সেনা দিবস অনুষ্ঠানের বক্তৃতায় নরবণে লাদাখের সাম্প্রতিক অশান্তির জন্য সরাসরি চীনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তার মন্তব্য, ‘‘পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র স্থিতিশীলতা নষ্ট করার জন্য একতরফা ষড়যন্ত্র করছে চীন।’’

তিনি অভিযোগ করে আরও বলেন, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার ওপারে ঘাঁটি গেড়ে রয়েছে ৩০০-৪০০ জন জঙ্গি। তাদের উদ্দেশ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে উপত্যকায় অনুপ্রবেশ করে নাশকতা ছড়ানো। পাকিস্তান সেনার পক্ষে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা সাম্প্রতিককালে অন্তত ৪০ শতাংশ বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর