সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত-আফগানিস্তান। সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কাবুল আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করেন। তারা সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক সংহতি জোরদারেও গুরুত্বারোপ করেন।
কাবুলে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে উক্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্ট্রেট নিউজ গ্লোবাল ১৩ জানুয়ারি এ খবর প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ঘানি বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ও আফগানিস্তানের জোটবদ্ধ লড়াইয়ে সন্ত্রাসবাদ দমনে আরও বেশি সফলতা অর্জন সম্ভব হবে।
বিডি প্রতিদিন/ফারজানা