ক্রমাগত প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তরুণী। শেষে উপায়ান্ত না পেয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পথই বেছে নেয় প্রেমিক। খুন করে নিজের ফ্ল্যাটের দেওয়ালের আড়ালে লুকিয়ে রাখা হয় প্রেমিকার মরদেহ। এরকম নারকীয় ঘটনার পরও বহাল তবিয়তে সেই ফ্ল্যাটেই বসবাস করছিলেন অভিযুক্ত যুবক।
এমনই এক মানসিক বিকারগ্রস্ত খুনির সন্ধান মিললো ভারতের মহারাষ্ট্রে। ভারতীয় গণমাধ্যম বলছে, গত বছরের অক্টোবরে নিজের প্রেমিকাকে খুন করেছিল সে। কয়েক মাস পরে অবশেষে পড়তে হল পুলিশের জালে। তার ফ্ল্যাট থেকে নিহত যুবতীর কঙ্কাল উদ্ধার হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, মেয়ের কোনও খবর না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। পরে তদন্তে নেমে পুলিশ তল্লাশি চালায় অভিযুক্তর ফ্ল্যাটে। সেখান থেকেই উদ্ধার হয় যুবতীর কঙ্কাল। পরে পুলিশের জেরায় ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে খুন ও আরও অন্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক